প্রকাশিত: ০২/১০/২০১৭ ৯:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৬ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এনজিও সংস্থায় স্থানীয় শিক্ষিত বেকার ছেলে মেয়েদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবীতে উখিয়ার কোর্টবাজার স্টেশন চত্ত্বরে ২ অক্টোবর বিকাল ৩টায় ‘অধিকার বাস্তবায়ন কমিটি, উখিয়া’র আহবায়ক জসিম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবছার উদ্দিন শান্তর সঞ্চালনায় মানববন্ধন অনুস্থিত হয়েছে।

মানববন্ধনে বক্তরা বলেন, গত ২৫ আগস্ট হতে মিয়ানমার সরকারের বর্বরোচিত হত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নি-সংযোগসহ নানা নির্যাতন থেকে প্রাণে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে উখিয়া ও টেশনাফে আশ্রয় নিয়েছে। বিভিন্ন এনজিও সংস্থার তথ্যমতে এ রোহিঙ্গার সংখ্যা নতুন পুরাতন মিলে প্রায় ৮ লক্ষ্য। এ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে উখিয়া-টেকনাফবাসী সীমাহীন কষ্ট সহ্য করে রোহিঙ্গাদের প্রতি মানবতা দেখিয়েছেন। যা এখনও অব্যহত রয়েছে। অথচ সেই রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বরত দেশি ও বিদেশী এনজিও’তে স্থানীয় শিক্ষিত ছেলে মেয়েরা অভিজ্ঞতার না থাকার অজুহাতে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে না। অনতিবিলম্বে স্থানীয় শিক্ষিত ছেলে মেয়েদের যোগ্যতানুসারে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিতকরণের দাবী জানান। অন্যতায় কঠিন আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন “অধিকার বাস্তবায়ন কমিটি, উখিয়া”।

মানববন্ধনে সংহতি জানাতে এসে বক্তব্য রেখেছেন- সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, মাস্টার হাসান জামাল রাজু, আবদুর রহিম, নুরুল হক, এন. মাসুদ ভূইয়া সেলিম, ফয়সাল সিকদার টিটু, মিজবাহ আজাদ, আরমান জাহেদ, সাহজাদা জাহেদ প্রমুখ।

মানববন্ধনে উখিয়ার শিক্ষিত বেকার যুবক, বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়েল ছাত্র-ছাত্রী, অভিভাবক, সংবাদকর্মি, জনপ্রতিনিধি, সতেচন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...