নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...
উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়ার কুতুপালং ক্যাম্পের চিহ্নিত রোহিঙ্গা চোর সিন্ডিকেটের কাছ থেকে এক ব্যবসায়ীর চুরিকৃত ১ লাখ ২৯ হাজার ২০০টাকা উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
খবর পেয়ে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উখিয়া থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে কুতুপালং ক্যাম্পের একটি বস্তিতে অভিযান চালিয়ে চুরিকৃত টাকা গুলো উদ্ধার করে বলে জানিয়েছেন। চুরির ঘটনায় জড়িত নজির আহমদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে মামলা রুজু করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, ৬ ডিসেম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে আসা চাঁন মিয়া নামে জনৈক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী চুরি করে রোহিঙ্গা চোরের দল। এ ঘটনায় ঐ ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গতকাল অভিযান চালিয়ে টাকা উদ্ধার সহ চোরকে আটক করে।
পাঠকের মতামত