প্রকাশিত: ১৮/০৭/২০২২ ৭:১৮ এএম

উখিয়ায় মিয়ানমারের অবৈধ ঔষুধ রাখার দায়ে দুই ফার্মেসী থেকে ১লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়া থানা পুলিশের একটি টিম অভিযানের সহায়তা করে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. তাজ উদ্দীন বলেন উখিয়া থানা পুলিশের সহযোগীতায় কোর্টবাজার স্টেশনের এসএমসি মেডিকেল হল সহ দুই টি ফার্মেসিতে এ মিয়ানমারের ঔষুধ রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে মিয়ানমারের ওমিডন ও মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ব্লেড জব্দ করা হয়।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...