
প্রেস বিজ্ঞপ্তিঃ
উখিয়ায় বৌদ্ধ সুরক্ষা পরিষদ কর্তৃক সংঘদান, অষ্টপরিষ্কারদান ও জ্ঞাতি সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হযেছে। কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উখিয়া উপজেলা শাখা উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
গত ২৮ সেপ্টেম্বর উখিয়া পাতাবাড়ী কেন্দ্রীয় আনন্দভবন বিহারে সকাল দশটায় অনুষ্ঠিত সভায় সভাপতির আসন অলংকৃত করেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মহাথের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞাবর মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া পাতাবাড়ী কেন্দ্রীয় আনন্দভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের।
প্রধান ধর্মদেশক ছিলেন রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত করুণাশ্রী মহাথের। বিশেষ ধর্মদেশক ছিলেন কোটবাজার শাসনতীর্থ সুদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনপ্রিয় মহাথের এবং কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমূখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক অমরবিন্দু বড়–য়া অমল এবং উখিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক রনজিত বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রূপন বড়–য়া।
উল্লেখ্য, প্রয়াত পুণ্যপুরুষ জ্ঞানসেন মহাথের, ভদন্ত শাসনবংশ মহাথের, ভদন্ত রেবতপ্রিয় মহাথের, ভদন্ত সুমনশ্রী মহাথের, ভদন্ত উঃ পান্নাওয়া মহাথের, ভদন্ত উঃ জবনা মহাথের, ভদন্ত তিষ্য স্থবির, ভদন্ত অগ্রলংকার থের সহ উখিয়ার প্রয়াত সকল ভিক্ষুসংঘের উদ্দেশে এবং ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর উখিয়ার বৌদ্ধ বিহার এবং বৌদ্ধপল্লীতে সাম্প্রদায়িক হামলার ছয় বছর স্মরণে উক্ত সংঘদান, অষ্ট-উপকরণদান ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পাঠকের মতামত