উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সংকট নিরসনে শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশে ফিল্ড হাসপাতাল নির্মাণ শুরু করেছে মালয়েশিয়া।
এর আগে ২০১৭ সালের ১৫ অক্টোবর দু’দিনের সফরে এসে এ সিদ্ধান্ত জানিয়ে গিয়েছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি। এরই পরিপেক্ষিতে শনিবার বিকেলে কক্সবাজারে এটির কাজ শুরু হচ্ছে।
রোহিঙ্গাদের চিকিৎসায় কক্সবাজারে একটি ফিল্ড হাসপাতাল করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটি। হাসপাতালটিতে তিন লাখ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া যাবে।
কক্সবাজারে কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মুহাম্মদ তাইবের উপস্থিতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইউএনডিপির গুডউইল এম্বাসেডার তান শ্রি মাইকেল ইও, মালয়েশিয়া সেনাবাহিনী জেনারেল তান শ্রি রাজা মোহাম্মদ এফানদি বিন রাজা মোহাম্মদ নূর উপস্থিত থাকবেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী তখন বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো আমরাও অনুসরণ করছি। সংকট নিরসনে জোরালো ভূমিকা পালন করবে মালয়েশিয়া। মালয়েশিয়াও রোহিঙ্গা সংকটে আক্রান্ত। বর্তমানে সেদেশে ১ লাখ ৬৪ হাজার রোহিঙ্গা রয়েছে।