প্রকাশিত: ১৩/০৪/২০১৮ ৭:১৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৪ এএম


সংবাদ বিজ্ঞপ্তি ॥

উখিয়ার রত্নাপালং ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া পূর্বরত্না মৈত্রী বিহার পুন: নির্মাণে ৫০ হাজার টাকা অনুদান দিচ্ছেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও বিশ্ব জ্যোতি মিশন কল্যান ট্রাষ্ট।

১২ এপ্রিল (বৃহস্পিতবার) বিকেলে বিহারচত্বরে পূর্বরত্না বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক শিক্ষক সুবধন বড়ুয়া, যুগ্ম সম্পাদক পলাশ বড়ুয়া, উপাসক মহমোহন বড়ুয়া’র হাতে অনুদানের প্রথম কিস্তিতে ১০হাজার টাকা তুলে দিলেন উখিয়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক শ্রীমৎ জ্যোতিপ্রিয় থের, যুগ্ম সম্পাদক জ্যোতি প্রজ্ঞা থের, জ্যোতি কল্যাণ ভিক্ষু, জ্যোতি মিত্র ভিক্ষু।

দানীয় পারমী পুরণে বিহারটি পুন: নির্মাণে সর্বস্তরের মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন ভিক্ষুসংঘ ও বিহার পরিচালনা কমিটি সদস্যরা।

উল্লেখ্য গত ২৮ জানুয়ারী রাতে দৈবক্রমে আগুনে ভস্মিভূত হয়ে যায় বিহারটি। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। দীর্ঘ ১৪ মাস অতিবাহিত হলেও সংস্কার হয়নি বিহারটি।

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...