কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল
কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...
শহিদুল ইসলাম, উখিয়া ::
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশী মদ সহ এ্ক পাচারকারী আটক করেন।মাদক বহনের দায়ের এ্কটি গাড়ী আটক করা হয়।মামলা দায়ের পর ককসবাজার জেল হাজতে প্রেরন করা হয় বলে
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।থানার সহকারী উ-পরিদশক সোহেল রবিবার রাতে অভিযান পরিচালনা করেন। আটক কৃত যুবক মনজুর আলম। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জামতলী গ্রামের আবদুলমজিদের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। মদের মূল্য৩৬হাজার টাকার ।
পাঠকের মতামত