সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। অভিযানে ৩টি ...
শহিদুল ইসলাম উখিয়া ::।
উখিয়া থানা পুলিশ বিশেষ অভিয়ান চালিয়ে ৯ জন পলাতক আসামীকে আটক করেন। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযাান পরিচালনা করেন। উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন জেলা পুলিশ সুপার মহোদয়ের নিদের্শে এ ্অভিযান পরিচালনা করি। তিনি আরো বলেন দীর্ঘৃ দিন ধরে পলাতক ছিল এসব আসামী। গত সোমবার দুপুরে জেলা জেলহাজতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানিয়েছেন।
অন্যদিকে থানা পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেন। থানার সহকারী উপ-পরিদর্শক ফারুক বলেন, সোমবার ভোরে হলদিয়া পালং ইউনিয়নের পশিচম বডুয়া পাডায় অভিযান চালিয়ে নরেশ বডুয়া কে আটক করেন। আটককৃত যুবক বিরেন্দ্র বডুয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছেন। সোমবার সকাল ১১টর সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিনের আদালতে হাজির করা হলে উক্ত যুবককে ৬ মাসের সাজা প্রদান করেন।
পাঠকের মতামত