
নিজস্ব প্রতিনিধি::
বৃহত্তর চট্রগ্রামের বহুল প্রচারিত পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম “দৈনিক সাংগু” পত্রিকার পথচলার ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণে বর্ষপূর্তি পালন করেছে উখিয়ায়।এ উপলক্ষে ১ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় উখিয়া নিউজ ডটকম অফিসে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে বর্ষপূর্তি পালনে অংশ নেন উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক রফিক উদ্দিন বাবুল (ইত্তেফাক, সুপ্রভাত, আজকের কক্সবাজার),সাবেক সাধারণ সম্পাদক মো:হানিফ আজাদ ( সমকাল,রুপসীগ্রাম),সহসভাপতি সরওয়ার আলম শাহীন ( মানবজমিন,আমাদের কক্সবাজার), কমরুদ্দিন মুকুল( সংবাদ প্রতিদিন,দৈনন্দিন), শফিক আজাদ (যুগান্তর, পুর্বদেশ,দেশবিদেশ),উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী,উখিয়ার ব্যবসায়ী ও সংবাদকর্মী সাইফুল ইসলাম(এনবি নিউজ ৭১), সংবাদকর্মী আজিজুল হক ( পার্বত্য নিউজ.কম),সমাজ সেবক এম.ছৈয়দ আলম,দৈনিক সাংগু পত্রিকার উখিয়া প্রতিনিধি শ.ম.গফুর উপস্থিত সকল সাংবাদিক ও সুশীল সমাজ ব্যক্তিবর্গদের শুভেচ্ছা জানান। উপস্থিত সকলেই দৈনিক সাংগু পত্রিকার আগামীর পথচলার শুভকামনা করেন।
পাঠকের মতামত