প্রকাশিত: ০২/০১/২০১৯ ১০:০২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার শীলের ছড়া নামক এলাকায় যাত্রীবাহী টলি-সিএনজি মূখোমূখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার সকাল ৮ টার দিকে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় পশ্চিম ডিগলিয়া গ্রামের নজু মিয়ার পুত্র আবদুর রহিম (৪৫) নিহত হয়। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গুরুতর আহতাবস্থায় পশ্চিম ডিগলিয়ার ছৈয়দ হোছন (২২), কোর্টবাজারের মোঃ খাইরুল (২৫), ডিগলিয়ার হারুন রশিদ (২২), জালিয়াপালংয়ের মোক্তার মিয়া (২৫), খোন্দকার পাড়ার আয়ুব খোন্দকার (৪০), রুমখাঁ মনির মার্কেট এলাকার মাইমুনা আকতার বৃষ্টি (১৯) সহ ৭ জন যাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মোঃ রফিক (২৭), ফকির আহমদ (৫০) ও ইয়াছমিন সহ তিন জন আহত যাত্রীকে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

পাঠকের মতামত

নতুন শহরের জন্ম হবে মহেশখালী ও মাতারবাড়ীতে

কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ীকে সিঙ্গাপুর ও সাংহাইয়ের মতো উন্নত আধুনিক বন্দরকেন্দ্রিক টাউনশিপে রূপান্তরের পরিকল্পনা নিচ্ছে সরকার। এ ...