প্রকাশিত: ১২/০১/২০১৭ ৮:৩৩ এএম

 উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় ৩দিন ব্যাপী অনুষ্ঠিত উন্নয়ন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে  বুধবার সম্পন্ন হয়েছে। মেলার সমাপনী দিনে সন্ধায় বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা পরিদর্শন শেষে আলোচনা সাভা, সাংকৃতি অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অুনষ্ঠিত হয়।
গত ৯ জানুয়ারী (সোমবার) দুপুর ২টায় থেকে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলার সমাপনী দিনে সাধারণ মানুষের ভিড় ছিল উপছেপড়া। উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার সমাপনীর দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৈকত ইসলাম, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কে.এম শাহরিয়ার নজরুল, খাদ্য কর্মকর্তা সুনিল দত্ত, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজীর, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা পরিমল বড়–য়া। আলোচনা সভা ও সাংকৃতি অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ মেলার বিভিন্ন স্টলের পারদর্শিতার জন্য পুরুষ্কার বিতরণ করেন। ঝাঁকজমক পূর্ণ মেলায় ৩২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

হোটেল-মোটেল থেকে অর্থ সংগ্রহ করে লাইফ গার্ড নিয়োগের নির্দেশ

তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম আগামী ...

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...