কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে
কক্সবাজার থেকে ট্রেনে করে সম্প্রতি ইয়াবা পাচার বেড়েছে। এর পেছনে তিনটি সক্রিয় কারণ রয়েছে। প্রথমত, ...
শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজার-টেকনাফ সড়কের ৩৪ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোষ্টের জোয়ানরা কক্সবাজারগামী ষ্পেশাল মিনিবাসে তল্লাশী চালিয়ে ৪৯০ পিস ইয়াবা সহ মোঃ সোহাগ (২৩), এক পাচারকারীকে আটক করেছে। ২৫ জুলাই বেলা সাড়ে ১২ টায় বিজিবি জোয়ানরা তাকে আটক করে মাদকদ্রব্য আইনের মামলা রুজু পূর্বক রামু থানায় সোপর্দ করেছে। ধৃত ইয়াবা পাচারকারী ভোলা জেলার বোরহান উদ্দিন থানার ছোট মাইকা গ্রামের বাছেদ আলীর পুত্র বলে নিশ্চিত করেছেন মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার নজরুল ইসলাম।
পাঠকের মতামত