প্রকাশিত: ৩০/০৮/২০১৮ ১০:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে মালয়েশিয়া নির্মিত হাসপাতালের কার্যক্রম আরও একবছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মালয়েশীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মালায়অনলাইন।

গত বছর ২৫ আগস্ট রাখাইনে আরসা সেনাদের হামলার পর রোহিঙ্গাদের ওপর পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ অভিযান জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। এসময় রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় জাতিসংঘসহ অনেক দেশ। মালয়েশিয়া একটি হাসপাতাল নির্মাণ করে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু জানান, গত বছরের শেষ দিকে কার্যক্রম শুরু করা মালয়েশিয়ান ফিল্ড হাসপাতালটির চলতি বছর ৩১ ডিসেম্বর কার্যক্রম শেষ হওয়ার কথা ছিলো। তবে তারা এই মেয়াদ বাড়াতে চান।

মাসিক এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‌এই সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনাই আমাদের ঔষধ, পরিবহন ও অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করেছে। পানির ফিল্টার ও পাম্পও সরবরাহ করেছে তারা। এছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলীয় সরকার এই হাসপতাল পরিচালনায় সহায়তা করবে বলে জানিয়েছে।

হাসপাতালের কার্যক্রমের ব্যাপারে বাংলাদেশের সঙ্গেও কথা হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...

টেকনাফে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার “আয়েশা” পেলেন মাথা গোছার নতুন ঠাঁই !

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা ...