প্রকাশিত: ২৭/০৫/২০২০ ১০:২৬ পিএম , আপডেট: ২৭/০৫/২০২০ ১০:২৭ পিএম

আনছার হোসেন::
কক্সবাজার জেলায় বুধবার (২৭ মে) ৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সর্বাধিক উখিয়া উপজেলায় আছেন ২০ জন। এই ২০ জনের মধ্যে আছেন বিদেশি সংস্থার (এনজিও) দুইজন চিকিৎসক, ৬ জন নার্স ও স্বাস্থ্যসহকারি, আইনশৃংখলা বাহিনীর দুইজন সদস্য, উখিয়া উপজেলা হাসপাতালের ৩ জন নার্স, মসজিদের একজন ইমাম ও একই পরিবারের ৫ মাস বয়সী শিশুসহ ৫ সদস্য।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহজাহান নাজির বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্র মতে, একদিনে সর্বাধিক শনাক্ত হওয়া উখিয়া উপজেলার করোনা রোগীদের মধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দুইজন চিকিৎসক, তাদের তিনজন নার্স ও স্বাস্থ্যসহকারি, আন্তর্জাতিক সংস্থা এমএসএফ হাসপাতালের তিনজন স্বাস্থ্যসহকারি, আইনশৃংখলা বাহিনীর দুইজন সদস্য, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্স, উখিয়ার একটি মসজিদের ইমাম এবং উখিয়ার ঘিলাতলী এলাকার একই পরিবারের ৫ জন আছেন। ওই পরিবারে মা-বাবা ছাড়াও ৫ মাস বয়সী ও ৫ বছর বয়সী দুইটি শিশুও রয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৭ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৮০ জনের করোনা টেষ্ট করে ৬১ জনের ‘করোনা পজিটিভ’ পাওয়া যায়। এদের মধ্যে ৪৬ জন নতুন রোগী ও ১৫ জন ফলোআপ রোগী আছেন। নতুন শনাক্তদের মধ্যে কক্সবাজার জেলার রোগী রয়েছেন ৩৯ জন। অপর ৭ জনের মধ্যে বান্দরবান জেলার ৪ জন ও চট্টগ্রামের লোহাগাড়া এলাকার ৩ জন রয়েছেন। সুত্র:কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...