প্রকাশিত: ০৫/০৭/২০২১ ১০:০১ পিএম

কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টা নমুনা পরীক্ষায় ১৯ জন রোহিঙ্গাসহ ১১০ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১০৬ জন। ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে ৪ জনের। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৬০২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ৪০ জন, রামুর বাসিন্দা ১ জন, উখিয়ার বাসিন্দা ২০ জন, টেকনাফের বাসিন্দা ১২ জন, চকরিয়ার বাসিন্দা ৫ জন, পেকুয়ার বাসিন্দা ৩ জন, কুতুবদিয়ার বাসিন্দা ১ জন, মহেশখালীর বাসিন্দা ১ জন, বান্দরবানের বাসিন্দা ২ জন ও চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ২ জন। এছাড়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গা রয়েছে ১৯ জন।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...

টেকনাফে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার “আয়েশা” পেলেন মাথা গোছার নতুন ঠাঁই !

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা ...