প্রকাশিত: ২৩/০৮/২০১৭ ১২:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪২ পিএম

শফিক আজাদ, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির ও নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা বস্তি এবং অস্থায়ী ভাবে গড়ে উঠা বালুখালী নতুন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ৩ সচিব। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে১০ টায় তারা কক্সবাজার থেকে সরাসরি কুতুপালং শরনার্থী ক্যাম্পে আসেন। ৩সচিবের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণায়ের সচিব শহিদুল হক, সরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড.কামাল উদ্দিন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ। এসময় তারা কুতুপালংয়ে বসবাসরত রেজিষ্ট্রার্ড এবং আনরেজিষ্ট্রার্ড ক্যাম্প ঘুরে দেখে দেখেন। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে আলাপ করেন। বনমন্ত্রণালয়ের সচিব বনবিভাগে জায়গায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপন নিয়েও বিষদ আলোচনা করেন।এছাড়া ৩ সচিবের সাথে ছিলের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, বন সংরক্ষক, জুগলুর রহমান,কক্সবাজার জেলা প্রশাসক মোঃআলী হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এসএম রেজয়ানুর হাসান, সহকারী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদৌজ্জা, কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমাইন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুর উদ্দিন মোঃ শিবলী নোমান, কুতুপালং রেজিস্টার্ড শরনার্থী শিবিরের ইনচার্জ রেজাউল করিম,এএসপি সার্কেল (উখিয়া) চাহলাউ মার্মা, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সহকারী বন সংরক্ষক আবদুল হাই সহ বিভিন্ন এনজিও সংস্থার পরিচালক, প্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও রোহিঙ্গা প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...