ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৮:০৩ এএম

সময়কে থামানো যায় না। সময় বয়ে চলে নিজের নিয়মে, তবে কিছু কিছু যাত্রা ইতিহাসের অংশ হয়ে যায়। ঠিক তেমনই একটি যাত্রার নাম “উখিয়া নিউজ ডটকম”। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর যেদিন এই অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু হয়েছিল, সেদিন হয়তো কেউ কল্পনাও করেনি যে একসময় এটি হয়ে উঠবে উখিয়ার মানুষের আস্থা, বিশ্বাস আর সংগ্রামের কথা বলার প্রধান প্ল্যাটফর্ম।

প্রথম পদক্ষেপের গল্প : ২০১১ সাল। চারপাশে তখনও অনলাইন সাংবাদিকতার চর্চা খুব সীমিত। ঢাকায় হয়তো এক-দুইটি অনলাইন নিউজ পোর্টাল জনপ্রিয় হতে শুরু করেছে, কিন্তু কক্সবাজারের সীমান্তঘেঁষা ছোট্ট জনপদ উখিয়ায় অনলাইন সংবাদমাধ্যমের ধারণাটাই ছিল নতুন। সংবাদ বলতে তখনও সবাই বুঝত প্রিন্ট পত্রিকা অথবা টেলিভিশনের পর্দা। ঠিক এমন সময়ে এক সাহসী উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল হক চৌধুরী (আবু)।
তাঁর চিন্তা ছিল স্পষ্ট—উখিয়ার সাধারণ মানুষের গল্প, অবহেলিত জনগোষ্ঠীর বেদনা, আর সীমান্ত জনপদের প্রতিদিনের সংগ্রাম যেন দ্রুত ও নির্ভরযোগ্যভাবে মানুষের কাছে পৌঁছে যায়। সেই চিন্তার বাস্তবায়নেই জন্ম নেয় উখিয়া নিউজ ডটকম। প্রথম দিন থেকেই তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আজও তিনি অদম্য নিষ্ঠায় সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সংগ্রাম, সীমাবদ্ধতা আর অদম্য ইচ্ছাশক্তি : শুরুর দিনগুলো সহজ ছিল না। অনলাইন নিউজ পোর্টাল চালু করা মানেই শুধু একটি ওয়েবসাইট খোলা নয়—এর সঙ্গে জড়িয়ে ছিল অর্থনৈতিক সংকট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সংবাদকর্মীদের অভিজ্ঞতার অভাব, আর সমাজের নানা সংশয়। অনেকেই হয়তো ভেবেছিলেন, “এই অনলাইন সংবাদ ক’দিনই বা টিকবে?”
কিন্তু সময় প্রমাণ করেছে, উখিয়া নিউজ ডটকম কেবল টিকে থাকেনি; বরং প্রতিদিন নতুন নতুন পাঠক জয় করে এগিয়ে গেছে সামনের দিকে। এর পেছনে ছিল সম্পাদক আবু চৌধুরীর নিরলস পরিশ্রম, তাঁর দৃঢ় বিশ্বাস এবং সত্যের প্রতি অনুরাগ।

অবহেলিতের কণ্ঠস্বর : শুরু থেকেই উখিয়া নিউজ ডটকম নিজের অবস্থান পরিষ্কার করেছে—এটি শুধু ক্ষমতাবানদের কণ্ঠস্বর নয়, বরং অবহেলিত মানুষের কথা বলবে। তাই এখানে জায়গা পেয়েছে পাহাড়ের প্রান্তিক মানুষের গল্প, সীমান্তে জীবনসংগ্রামের বাস্তবচিত্র, কৃষকের সাফল্য ও ব্যর্থতা, শিক্ষার অভাব, স্বাস্থ্যসেবার সংকট, কিংবা সাধারণ মানুষের ছোট ছোট অর্জন।
আরেকটি বড় বিষয় হলো রোহিঙ্গা ইস্যু। ২০১৭ সালে যখন লাখো রোহিঙ্গা উখিয়া-টেকনাফ সীমান্তে আশ্রয় নেয়, তখন বিশ্বজুড়ে দৃষ্টি পড়ে এই জনপদের দিকে। ঠিক সেই মুহূর্তে উখিয়া নিউজ ডটকম নিয়মিতভাবে রোহিঙ্গা সংকটের খুঁটিনাটি সংবাদ, স্থানীয় মানুষের দুর্ভোগ, মানবিক সহায়তার অভাব এবং সামাজিক প্রভাব পাঠকের সামনে তুলে ধরেছে। আন্তর্জাতিক মহলের জন্যও এটি হয়ে ওঠে একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র।

তরুণদের স্বপ্ন ও শ্রম : উখিয়া নিউজ ডটকমের আজকের অবস্থান কেবল একজন মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠেনি; এর পেছনে রয়েছে একঝাঁক তরুণ সংবাদকর্মীর নিবেদন। তারা কেউ সবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউবা নতুন সাংবাদিকতার স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছে। সীমিত সুযোগ-সুবিধা নিয়েও তারা মাঠে নেমেছে, খবর সংগ্রহ করেছে, ছবি তুলেছে, আবার রাত জেগে সেই খবর লিখেছে।
এই তরুণদের হাত ধরেই পোর্টালটি পেয়েছে নতুন রূপ, নতুন প্রাণ। তাদের পেশাদারিত্ব, পরিকল্পিত উপস্থাপনা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উখিয়া নিউজ ডটকমকে করেছে সময়োপযোগী। বলা যায়, উখিয়া নিউজ ডটকম শুধু একটি নিউজ পোর্টাল নয়, এটি এক প্রজন্মের সাংবাদিকতার স্কুল।

পাঠকের ভালোবাসা : কোনো গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি তার পাঠক। উখিয়া নিউজ ডটকম সৌভাগ্যবান যে শুরু থেকেই পাঠকের ভালোবাসা ও আস্থা পেয়েছে। উখিয়ার সাধারণ মানুষ যেমন এটিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করেছে, তেমনি প্রবাসী উখিয়াবাসীর কাছেও এটি হয়ে উঠেছে প্রিয় ঠিকানা। দেশে-বিদেশে থাকা উখিয়ার মানুষ প্রতিদিন এই নিউজ পোর্টাল ঘুরে দেখে গ্রামের খোঁজখবর নেয়, নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ খুঁজে পায়।

১৫ বছরের অর্জন : আজ যখন পেছনে ফিরে তাকানো হয়, তখন দেখা যায় উখিয়া নিউজ ডটকম শুধু একটি অনলাইন মাধ্যম নয়, বরং এটি এক টুকরো ইতিহাস। ১৫ বছরে এটি অগণিত প্রতিবেদন প্রকাশ করেছে, অসংখ্য অবহেলিত মানুষের কথা তুলে ধরেছে, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সবচেয়ে বড় অর্জন হলো, এটি পাঠকের মনে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করেছে।

আগামী দিনের স্বপ্ন : তবে পথচলা এখানেই শেষ নয়। সামনে আরও দীর্ঘ পথ বাকি। সাংবাদিকতার নতুন চ্যালেঞ্জ, প্রযুক্তির দ্রুত অগ্রগতি, এবং মানুষের পরিবর্তিত চাহিদা—সব মিলিয়ে ভবিষ্যৎ আরও কঠিন হবে। কিন্তু বিশ্বাস আছে, উখিয়া নিউজ ডটকম সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। এর তরুণ সংবাদকর্মীরা নতুন প্রযুক্তি শিখবে, আরও পেশাদার হবে, আর সম্পাদকীয় নীতি থাকবে সত্য ও বস্তুনিষ্ঠতার উপর।

উপসংহার : আজ ১৫ বছরের এই মাইলফলকে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলা যায়—উখিয়া নিউজ ডটকম শুধু একটি অনলাইন নিউজ পোর্টাল নয়; এটি এক সংগ্রামের গল্প, এক প্রজন্মের স্বপ্ন, আর জনমানুষের বিশ্বাসের প্রতীক। সম্পাদক ওবাইদুল হক চৌধুরীর অক্লান্ত পরিশ্রম, তরুণ সংবাদকর্মীদের নিষ্ঠা, আর পাঠকের অগাধ ভালোবাসাই এই যাত্রার মূল শক্তি।
আগামী দিনে উখিয়া নিউজ ডটকম আরও সমৃদ্ধ, আরও শক্তিশালী হয়ে উঠুক—এই কামনাই রইল। কারণ একটি সমাজ তখনই আলোকিত হয়, যখন তার গণমাধ্যম সৎ, নির্ভীক এবং জনগণের পক্ষে কথা বলে। উখিয়া নিউজ ডটকম সেই আলোর প্রদীপ হয়ে আগামী প্রজন্মকে পথ দেখাক—এটাই আমাদের প্রত্যাশা।

লেখক :
সাঈদ মুহাম্মদ আনোয়ার,
সভাপতি-উখিয়া প্রেস ক্লাব।

পাঠকের মতামত

হাটহাজারীতে ১৪৪ ধারা জারি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের র‌্যালি হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে ফটিকছড়ি যাওয়ার পথে মাদ্রাসার ...