কক্সবাজারের উখিয়া থানার পৃথক দুই অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ উখিয়া থানার সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৫ অক্টোবর) সকালে এসআই (নিঃ) আব্দুল আজাদ ও এএসআই (নিঃ) আব্দুল মমিনের নেতৃত্বে পালংখালী ইউনিয়নের বালুখালীর ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, বিকালে এসআই (নিরস্ত্র) ফরহাদ রাব্বি ইষানের নেতৃত্বে রাজাপালং ইউনিয়নের ডিগিয়া টু চাকবৈঠা সড়কের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুটি ক্ষেত্রেই ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।