হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/১১/২০২৫ ৮:৩৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, উখিয়া-টেকনাফ আসনে জামায়াত ইনশাআল্লাহ জয়ী হবে। শুধু এই আসন নয়, কক্সবাজারের চারটি আসনেই জামায়াত প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছে। জনগণ এখন একটি সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চায়—উখিয়া-টেকনাফবাসীর সেই প্রত্যাশা পূরণে সব প্রার্থীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, “শক্তির রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি আজকের তরুণ প্রজন্ম প্রত্যাখ্যান করেছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। জামায়াত সেই নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের রাজনীতি করছে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে বিজয়ী প্রার্থীকে পরাজিত প্রার্থী হাসিমুখে অভিনন্দন জানাবেন—কোনও ভাঙচুর, সহিংসতা বা প্রতিশোধ নয়। রাজনীতিতে শক্তির নয়, মেধা, বিনয় ও সেবার প্রতিযোগিতা হবে—এটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “উখিয়া-টেকনাফকে আমরা সেই মডেল রাজনীতির এলাকা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে জনগণ আদর্শ ও সততার ভিত্তিতে নেতৃত্ব বেছে নেবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির ও উখিয়া-টেকনাফ আসনের মনোনীত প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারি, জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সাবেক আমির মোহাম্মদ শাহজাহান।
সভায় আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হকসহ বিভিন্ন ওয়ার্ড ও শাখা সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা আবুল ফজল বলেন, “দীর্ঘ ১৫ বছর পর উখিয়ায় জামায়াতের নতুন অফিস উদ্বোধন করতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদী আমলে এই অফিস চালু রাখা সম্ভব হয়নি। এখন থেকে এই অফিস হবে কোরআন-হাদিসের আলোচনার কেন্দ্র, নৈতিকতা ও চরিত্র গঠনের প্রশিক্ষণ কেন্দ্র।”
উদ্বোধনী এই অনুষ্ঠানকে ঘিরে উখিয়ার জামায়াত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা দেখা গেছে।

পাঠকের মতামত

সোনাদিয়া দ্বীপের হারানো জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প

জীববৈচিত্র্যে ভরপুর কিন্তু এখন বিপর্যস্ত সোনাদিয়া দ্বীপের পরিবেশ পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প ...

দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে – মুহাম্মদ শাহজাহান

আগামীর নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন ‘মৃত্যুর সড়ক’

এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার  দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্রিক সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন মানুষের ...