কক্সবাজার সরকারি কলেজের বাণিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী ইসরাত ফারহানা সুমি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ধারাবাহিক সাফল্যের ধারায় এটি তার আরেকটি উজ্জ্বল অর্জন।
এর আগে ২০২৩ সালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) অর্জন করেছিল সুমি। সেই বছরই উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে উখিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয় সে। এ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
ইসরাত ফারহানা সুমি উখিয়ার রত্না পালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামের মৃত মোহাম্মদ ইসলাম ও শাহীন আক্তারের মেয়ে। তিনি উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, কোটবাজার দোকান মালিক সমিতি লিমিটেডের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন এবং দৈনিক ইনানী পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল এর ভাগ্নি।
নিজের এই সাফল্যের জন্য সুমি শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে চায় সে। এজন্য সকলের দোয়া প্রার্থনা করেছে মেধাবী এই শিক্ষার্থী।