মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া
প্রকাশিত: ২৭/০৪/২০২৩ ৪:১৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় এনজিও সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এর বিরুদ্ধে স্থানীয়দের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে৷

বুধবার (২৬ এপ্রিল) অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালী নামক একটি সংগঠনের পেডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ESDO নামক এনজিও ক্যাম্প ১২,১৬,২২,২৫ ও ২৭ এ চলমান নিউট্রিশন প্রকল্পে মোট ৬৯ জন চাকরি করছেন তারমধ্যে স্থানীয় ২৫ জন। সেখান থেকে ৮ জনকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ছাঁটাই করছে ঐ এনজিও। নিউট্রেশন প্রকল্প শুরু হয় জানুয়ারি ২০২৩ কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। প্রকল্প শেষ না হতেই এপ্রিলে চাকরি থেকে ছাঁটাই করে দেন।

অভিযোগে আরও উল্লেখ করেন, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অজুহাত দেখিয়ে ৩০ এপ্রিল ২০২৩ শেষ কর্মদিবস দেখিয়ে রিজেন্ট লেটার ধরিয়ে দেন ESDO নামক এনজিও। অন্যদিকে ছাটাইকৃত পদে পূনরায় বিডিজবসে চাকরির জন্য বিজ্ঞাপন দিয়েছেন এই এনজিও৷

নাম প্রকাশে অনিচ্ছুক চাকরি ছাঁটাই করা এনজিও কর্মীরা বলেন, আমরা জানুয়ারি ২৩ সালে নিউট্রিশন প্রকল্পে চাকরিতে যোগদান করিন যা শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৩৷ মেয়াদ শেষ না হতেই আমাদের বাদ দিয়ে কক্সবাজারের বাহিনীরের লোক বা তাদের ভাইবোনকে আমাদের পদে নিয়ে আসার জন্য স্থানীয়দের ছাঁটাই করছেন৷

এদিকে নিউট্রিশন প্রকল্পের সিনিয়র এপিসি-এইচআর ইএসডিও’র মো আবুল মনসুর সরকার বলেন, পদবীর সাথে কাজে মিল না থাকাতে তাদের বাদ দেওয়া হয়েছে৷ এটা আমাদের ডোনার ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেন পরে আমরা তাদের ছাঁটাই চিঠি পাঠিয়েছি৷ আর তারা কেউই নিউট্রিশন নিয়ে পড়ালেখা করেননি তাই তাদের বাদ দেওয়া হয়েছে৷ আমরা একই পদে নিউট্রিশন প্রকল্পে নিয়োগ দিয়েছি সেখানে তাদেরকেও অবেদন করতে বলেছি যদি কোয়ালিফাই হয় তাহলে তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে৷

অন্যদিকে উখিয়া উপজেলার অধিকার বাস্তবায়ন কমিটি পালংখালীর সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসেন বলেন, ESDO নামক এনজিও-র নিউট্রিশন প্রকল্পের প্রজেক্ট ম্যানাজর ইকোনোমিকস সাবজেক্ট নিয়ে অনার্স করে কিভাবে প্রজেক্ট ম্যানাজারের চাকরি করছেন বলেন প্রশ্ন করেন৷

তিনি আরও বলেন, আমরা ESDO নামক এনজিও-র বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভাগীয় কমিশনার, কক্সবাজার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জ, উখিয়া থানা, গোয়েন্দা সংস্থা, ইএসডিও এবং উখিয়া প্রেসক্লাবে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দিয়েছি৷ যদি এখানে সমাধান না হয় তাহলে হাইকোর্ট পর্যন্ত আমরা রিট করবো পাশাপাশি বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে৷

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...