ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৫/২০২৪ ৯:৪৪ এএম , আপডেট: ৩১/০৫/২০২৪ ৯:৪৫ এএম

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার ধুরুমখালী ব্রিজ সংলগ্ন নজির আহম্মেদ বাড়ীর সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের বাসিন্দা রুহুল আমিনের ছেলে জুনায়েদ (২৫) এবং আহতরা হলেন- উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হারুনের স্ত্রী মরিজান (৪৫), তার মেয়ে আনার কলি (২৫) ও মেয়ে নুর ফাতেমা (৫)।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ধুরুমখালী ব্রীজ সংলগ্ন নজির আহম্মেদ বাড়ীর সামনে কক্সবাজার থেকে উখিয়াগামী একটি কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এসময় আহত হয় আরও তিনজন।

পরে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক হওয়ায় তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ করতে সক্ষম হয়। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ নাজমুল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। কিন্তু গাড়ীর চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের বিক্ষোভ: বিএনপি পিআর বুঝে না, প্রশাসনকে হুঁশিয়ারি

কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ...

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...

রোহিঙ্গা সংকটযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুদান কমানোয় বাংলাদেশের ঋণ ৪০০ মিলিয়ন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র গত বছর অনুদান দিয়েছিল ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু চলতি ...

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ ...