ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/১০/২০২৫ ৫:৫০ পিএম , আপডেট: ০৩/১০/২০২৫ ৫:৫১ পিএম

উখিয়ার মরিচ্যা পালংয়ে সংখ্যালঘু প্রবাসী বড়ুয়া সম্প্রদায়ের জমি জবরদখল করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
হলদিয়া পালং ইউনিয়নের রুমখা মহাজন পাড়া গ্রামের মৃত নীলাকান্ত বড়ুয়ার ছেলে সুকুমার বড়ুয়া উখিয়া থানায় দায়েরকৃত লিখিত এজাহারে উল্লেখ করেছে, ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা গরু বাজার সংলগ্ন এলাকায় তাদের দীর্ঘদিনের ভোগদলীয় জায়গা জবরদখল করার জন্য প্রতিপক্ষ গং অপচেষ্টা চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর রাতের আঁধারে ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসীদের সহযোগিতায় সুপারি গাছের চারা রোপন করে জোরপূর্বক জায়গা দখলে নেয়।
থানায় লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয় দীর্ঘ বছরের ভোগদলীয় জায়গার পিলার ভাঙচুর করে স্থানীয় প্রভাবশালী মৃত আমীর আলীর ছেলে কাশেম আলী প্রকাশ মির কাশেম, দুদু মিয়া,জাফর, মনিয়া ও মৃত টুনু মিকারের ছেলে জামাল উদ্দিনের নেতৃত্বে ভাড়াটিয়ার সন্ত্রাসী দা, কিরিচ ও দেশীয় অস্ত্র নিয়ে সংখ্যালঘু পরিবারের জায়গা অবৈধভাবে জবরদখল করার পাশাপাশি মহড়া দিচ্ছে। খবর পেয়ে প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা অস্ত্র দিকে প্রাণ নাশের হুমকি দেয়।
জমির মালিক অষ্ট্রিয়া প্রবাসী সুরেন্দ্র বড়ুয়া অভিযোগ করে জানান, অপর ভাই স্বপন বড়ুয়া ফ্রান্সে ও তপন বড়ুয়া আমেরিকায় বসবাস করছে। আমাদের নামে বিএস খতিয়ান সৃজিত রয়েছে। যার নম্বর ৮৭১। বর্তমানে আমরা তিন ভাই বিদেশে অবস্থান করার সুযোগে এবং বড়ুয়া সম্প্রদায়ের সংখ্যালঘু পরিবার হওয়ায় প্রতিপক্ষ মির কাশেম, ফরিদ, জামাল গংরা রাতের আঁধারে সুপারি গাছ রোপন করে জায়গা জবর দখল করার চেষ্টা করছে। শুধু তাই নয় যে কোনো সময় ওই জায়গায় ঘর তৈরি করার জন্য নির্মাণ সামগ্রী সংগ্রহ সহ সন্ত্রাসী ভাড়া করছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এদিকে কক্সবাজার আদালতের আইনজীবী সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ বিষয়ে উখিয়া সহকারী জজ আদালতে মামলা চলমান ও বিচারাধীন রয়েছে। যার মামলা নম্বর অপর ০৬/২০২৪। গত ৩০ সেপ্টেম্বর মামলার সংক্ষিপ্ত আদেশে সুকুমার বড়ুয়া ও সুরেন্দ্র বড়ুয়া গংয়ের পক্ষে রায় যায়। যারা আদেশ নম্বর ২৭। স্বারক নম্বর ২০৫। তারিখ ৩০/৯/২০২৫ ইং। বড়ুয়া সম্প্রদায় পরিবারের সদস্যরা অভিযোগ করে আরো জানান, আদালতের রায় তাদের পক্ষে যাওয়ায় প্রতিপক্ষ গং ক্ষুব্দ ও প্রতিহিংসা পরায়ন হয়ে ক্ষমতা এবং পেশী শক্তির প্রয়োগের মাধ্যমে ন্যাক্কারজনকভাবে জায়গা জবরদখলের মরিয়া হয়ে উঠেছে।
ভুক্তভোগী বড়ুয়া পরিবারের সদস্যরা পুলিশ সুপার, সেনা বাহিনী, র‍্যাব ও উখিয়া থানার অফিসার ইনচার্জের নিকট বেদখল হওয়া জায়গা উদ্ধারে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
থানার তদন্তকারী কর্মকর্তা, এস আই রাজেশ বড়ুয়া জানান, বিরোধীয় জায়গায় জবরদখলসহ দুইপক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে।

পাঠকের মতামত