নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১/০৩/২০২৫ ৪:২৭ এএম , আপডেট: ২১/০৩/২০২৫ ৪:৩৩ এএম

কক্সবাজারের উখিয়ায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে হাসপাতাল,ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিক।
হাতেগুনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বাকী প্রতিষ্ঠানগুলো চলছে লাইসেন্স বিহীন। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছে এসব প্রতিষ্ঠান।
এ নিয়ে সচেতন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্টের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে কোর্টবাজার ডিজিটাল ল্যাব, আলিফ হসপিটাল, ফ্রেন্ডশিপ হেল্থ ক্লিনিক, ফ্রেন্ডশীপ হাসপাতাল, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, মুসা ডেন্টাল কেয়ার, অরিজিন হাসপাতাল, অরিয়ন হসপিটাল,পালং ডায়াগনস্টিক সেন্টার, পালং জেনারেল হাসপাতাল, পপুলার প্যাথলজি, সেবা ডায়াগনস্টিক সেন্টার, সেবা প্যাথলজি,তাজমান হাসপাতাল, পালং জেনারেল হাসপাতাল ও অরিজিন হাসপাতাল।

উখিয়ার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের উপজেলা কেন্দ্রীক তালিকায় রয়েছে ৮টি হাসপাতাল/ক্লিনিক, ২টি ডায়াগনস্টিক সেন্টার ও ৭টি ডেন্টাল ক্লিনিক। এর মধ্যে রয়েছে, কক্স মেরিন সিটি হাসপাতাল, আদদ্বীন মেডিকেল সেন্টার, বি.কে ডেন্টাল কেয়ার, সেবা ডেন্টাল কেয়ার, ফরিদা ডেন্টাল কেয়ার, রহমান ডেন্টাল কেয়ার, আস-সেফা ডায়াগনস্টিক সেন্টার, আলিফ হাসপাতাল, সেঞ্চুরি ল্যাব কোর্টবাজার, সেঞ্চুরি ল্যাব উখিয়া, ডিজিটাল ল্যাব, কোর্টবাজার ডক্টরস ল্যাব ও কনসালটেশন সেন্টার, সোনারপাড়া মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, কক্স ডেন্টাল কেয়ার, ইসমাইল ডেন্টাল কেয়ার, বিসমিল্লাহ ডেন্টাল কেয়ার, আল বারাকা হাসপাতাল ও পালং প্যাথলজি সেন্টার।

কিন্তু সূত্র বলছে অরিজিন হাসপাতাল, পালং জেনারেল হাসপাতাল, ফ্রেন্ডশীপ হাসপাতাল, পপুলার প্যাথলজি, সেবা ডায়াগনস্টিক সেন্টার, কোর্টবাজার ডিজিটাল ল্যাব, মুসা ডেন্টাল কেয়ার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, তাজমান হাসপাতাল, অরিয়ন হাসপাতাল ও পালং ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রয়েছে সরকারি অনুমোদন ও লাইসেন্স। উক্ত তালিকার বাইরে যেসব হাসপাতাল, ল্যাব, ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তাদের এখনো পর্যন্ত লাইসেন্স হয়নি। লাইসেন্স বিহীন অবৈধ ভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। আবার অনেক হাসপাতাল ল্যাব ও ডেন্টাল ক্লিনিক অনুমোদনের জন্য আবেদন করেছে বলছে সূত্র।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলমের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, চলতি হালনাগাদ তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে এসব ডেন্টাল কেয়ার সেন্টারের কোন বৈধ লাইসেন্স নাই । এমনকি প্রশিক্ষণ ছাড়াই হাতুড়ে লোক দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে তারা। এমনকি কাগজপত্র থাকলেও হালনাগাদ নবায়ন নাই।

এদিকে প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে গড়ে উঠা এসব হাসপাতাল, ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল কেয়ার বন্ধ করে দিয়ে মানুষকে অপচিকিৎসা ও হয়রানি থেকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।

পাঠকের মতামত

মিয়ানমারে পাচারকালে বিপুল খাদ্যসামগ্রী জব্দ, আটক ১০

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ পাচারকারীকে আটক ...

কক্সবাজারে বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে ইমদাদ হোসেন (৪৭) নামের এক বিএনপির নেতাকে হত্যার ...