ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/১০/২০২৩ ১০:২০ এএম

সপ্তাহের প্রথম কর্মদিবসে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে এখন পর্যন্ত হরতাল সমর্থনে কোন মিছিল পিকিটিং দেখা যায়নি। উখিয়ায় অন্যদিনের মত স্বাভাবিকভাবে চলছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে মরিচ্যা, কোটবাজার, উখিয়া, কুতুপালং,বালুখালি,থাইনখালি, পালংখালীসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়।

সড়কে বিভিন্ন অফিসের স্টাফবাস ও নির্দিষ্ট রুটের বাসগুলো অফিসগামী লোকদের নিয়ে যাতায়াত করতে দেখা যায়। সড়কে ব্যক্তিগত ও এনজিও সংস্থার গাড়ির সংখ্যা ছিল চোখে পড়ার মত।

উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলাবা বাহিনীর সদস্যরা।

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...

গদি নেই তবু সাবেক এমপি বদি!

আবদুর রহমান বদি। কক্সবাজার-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, তাও আবার ক্ষমতাসীন দলের টিকিটে। মাদক ...