আবদুল্লাহ আল আজিজ
প্রকাশিত: ০১/০৪/২০২৪ ২:৫৯ এএম

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) এর গাড়ীর ধাক্কায় মো. সাজ্জাদ (৮) এক শিশু নিহত হয়েছে।

৩১ মার্চ (শনিবার) রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টার দিকে সাজ্জাদ নামের শিশুটি মায়ের সাথে রাস্তায় দাঁড়িয়েছিল। এমতাবস্থায় দ্রুত গতির একটি সাদা রংয়ের মাইক্রোবাস যার নম্বর (ঢামে- চ-৫৩-২৩৩৯), তাকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা গাড়ীটিকে আটক করলেও পরে গাড়িতে থাকা এক পুলিশ কর্মকর্তা হুংকার দিয়ে ধমক দেয়।

এদিকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় শিশু পুত্রের মৃত্যুর খবর শুনে মায়ের আর্তনাদে গোটা হাসপাতাল এলাকায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।

নিহত শিশুটি রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার রফিক আলমের ছেলে

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...