উখিয়া বন রেঞ্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে পাহাড় কেটে মাটি পাচারের কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে।
বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরা খোলা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোছার খোলা বিট কর্মকর্তা বেলাল উদ্দিনসহ সশস্ত্র বনকর্মীরা অংশ নেন।
অভিযানকালে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে পাহাড় কেটে ডাম্পারে মাটি পাচারের সময় ডাম্পারটি জব্দ করে উখিয়া বন রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বনভূমি কেটে মাটি পাচার চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান আরও বলেন, সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।