নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ২:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে দুই লক্ষ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর এরিয়া ম্যানেজার দারুল হোসেন।

তিনি জানান, কক্সবাজারে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারে নকল আকিজ বিড়ি সরবরাহ করে আসছে। এই খবর পেয়ে উখিয়া বালুখালী এলাকায় দুই লক্ষ শলাকা নকল আকিজ বিড়িসহ আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর বিক্রয় কর্মী দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে এ ঘটনায় জড়িত রবিউল, সাইফুল ও ইউনুসকেও ধরা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বীকারোক্তি নেওয়া হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর এরিয়া ম্যানেজার দারুল হোসেন বলেন, তারা দীর্ঘদিন যাবত এই প্রতারণা করছে। যার মূল উদ্দেশ্য আকিজ বিড়ি কোম্পানির সুনাম নষ্ট করা। জব্দকৃত নকল আকিজ বিড়িগুলো জনতার সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

পাঠকের মতামত

টেকনাফের কচ্ছপিয়া উপকুল; মালয়েশিয়ায় পাচারের নিরাপদ রুট

টেকনাফের কচ্ছপিয়া উপকুলের বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় মানবপাচারের ঘটনা ঘটছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বঙ্গোপসারের ওই ...

হোটেল-মোটেল থেকে অর্থ সংগ্রহ করে লাইফ গার্ড নিয়োগের নির্দেশ

তহবিল সংকটের কারণে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কার্যক্রম আগামী ...

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...