নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১১:১২ এএম

কক্সবাজারের উখিয়ায় কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ” জাঁকজম ভাবে এলবিই গ্রেজুয়েশন সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।
আমার জীবন, আমার অধিকার বাল্যবিবাহ রুখবো এবার,,, এ স্লোগান কে সামনে রেখে গত বুধবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাইল্ড সেইফটি নেট প্রজেক্ট এর আওতায উপজেলার রাজা পালং ইউনিয়নের কাশিয়ার বিল গ্রামে সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাইল্ড সেপটি নেট প্রজেক্টের মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মিতু সরকার পাপিয়া।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক ফারুক আহমদ, রাজা পালং মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম ও হরি মন্দিরের উপদেষ্টা স্বপন।
অনুষ্ঠান শেষে, শৈশব হোক স্বপ্নময়, বাল্য বিবাহ আর নয়। কন্যা শিশু বোঝা নয়, আটোরো আগে বিবাহ নয় এই শিরোনামে কিশোর কিশোরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফিল্ড ফ্যাসিলেটর সাইফুল ইসলাম। অনুষ্ঠানে কিশোর কিশোরী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...