কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ সাফায়েত উল্লাহ (২৭) নামের নৌবাহিনীর এক ভুয়া সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সাফায়েত নেত্রকোনা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ওই চেকপোস্টে সন্দেহজনক একটি বাস থামিয়ে তল্লাশি করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
ওই সময় সাফায়েত নামের এক ব্যক্তির কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি নিজেকে নৌবাহিনীর একজন সদস্য হিসেবে পরিচয় দিলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। তবে তার ব্যাগ থেকে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়ন সর্বদা সতর্ক। ভুয়া পরিচয় ব্যবহার করে কেউ চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদক প্রতিরোধে আমাদের অভিযান আরো জোরদার হবে।