প্রকাশিত: ১০/০৪/২০১৮ ৩:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২১ এএম

উখিয়া নিউজ ডেস্ক : ইয়াবা পাচারের দায়ে দুই রোহিঙ্গা যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজার যুগ্ম দায়রা জজ (প্রথম) এর বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের মংডুর ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে আমান উল্লাহ ও একই এলাকার মো. ইনুছের ছেলে মো. ইউসূফ।

যুগ্ম দায়রা জজ (প্রথম) এর সরকার পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট জিয়া উদ্দিন জানান, ২০১৫ সালের ১৩ আগস্ট ইয়াবাসহ ওই দুই যুবককে আটকের পর টেকনাফ থানায় হস্তান্তর করে বিজিবি। মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় তাদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সময় ৩ হাজার টাকা করে জরিমানা করা হয় অনাদায়ে আরো তিনমাস করে সাজা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...