প্রকাশিত: ২১/১১/২০২০ ৩:৫৪ পিএম

বাঁশখালী উপজেলার তেচ্ছিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহাপুরদ্বীপ দক্ষিণ পাড়ার মো. রহিম উল্লাহর ছেলে মো. জাহিদ উল্লাহ (৩০), বান্দরবান জেলার আলীকদম থানার মো. আবু সৈয়দের ছেলে মো. মঞ্জুরুল আলম (৩০) ও কক্সবাজার সদর থানার মো. সাগরের ছেলে মো. ইসমাইল (১৯)।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে বাঁশখালী উপজেলার তেচ্ছিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা-বাঁশখালী রোডে তৈলার দ্বীপ ব্রীজ টোল প্লাজার পাশে তেচ্ছিপাড়া নামক স্থানে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি শুরু করি। এসময় দুটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এগুলোকে থামার সংকেত দিই। সংকেত অমান্য করে পালানোর সময় তাদের তিনজনকে আটক করি। পরে তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ১৯ হাজার ২৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটি (চট্রো মেট্টো হ-১৬-৯৩৬৬ এবং অপরটি নম্বর বিহীন) জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৬ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবাগুলো বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...