ইয়াবাসহ প্রাথমিকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আটক
শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী সবুজকে ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শালমারা বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় সবুজকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত শিক্ষক শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বর্তমানে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছে।
এর আগেও গত দুই বছর আগে জামালপুরের বকসীগঞ্জে মাদকসহ আটক হয়েছিল সবুজ। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, আটককৃত সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।