উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ১০:০১ পিএম

ট্টগ্রামের পটিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেফতারের পর এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতা ও তার এক বন্ধুকে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার দুজন হলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও তার বন্ধু আশরাফুল ইসলাম শাওন (২২)।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আলভী তার আরও তিন বন্ধু বা সহযোগীসহ ইয়াবা নিয়ে বিক্রির অপেক্ষায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যাবার পর তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে আলভী ও শাওনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া নাঈম ও ফাহিমের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ পরিদর্শক রাশেদুল জানিয়েছেন।

এদিকে সন্ধ্যায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় আলভীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...