প্রকাশিত: ২৮/০৭/২০১৭ ৮:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৫ পিএম

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানার পুলিশ ৫ হাজার পিস ইয়াবাসহ নুর আয়েশা নামে এক নারী পাচারকারীকে আটক করেছে।বুধবার (২৬ জুলাই) রাত আটটার দিকে পায়ে হেঁটে রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানা অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সড়কের উপর থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক নুর আয়েশা (৩০) উখিয়ার হিজলিয়া এলাকার মৃত ইব্রাহিমের স্ত্রী বলে জানা গেছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম ইয়াবাসহ নারী পাচারকারীকে আটকের বিষয় নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

আরাকান আর্মি বাড়াবাড়ি করছে, সরকারকে সমুচিত জবাব দিতে হবে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উখিয়া-টেকনাফ সীমান্তের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ...