প্রকাশিত: ১৬/০৭/২০১৭ ৮:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে ইয়াবার অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধের ঘোষণা দিতে পারে সরকার।

শনিবার নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

দেশে ইয়াবা ব্যাপক আকার ধারণ করেছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বহনে সহজ হওয়ায় ইয়াবার ব্যাপকতা বাড়ছে। মায়ানমার থেকে ইয়াবার প্রবেশ ঠেকাতে আমরা সেদেশের সরকারের সাথে কথা বলছি। নাফ নদীতে টহল বাড়ানো হয়েছে। বিজিবি ও কোস্টগার্র্ডকে শক্তিশালী করা হচ্ছে। নাফ নদীর গহীন এলাকা নিয়ন্ত্রণে বিজিবিকে একটি হেলিকপ্টার দেয়া হচ্ছে। ইয়াবার ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে নাফ নদীতে মাছ ধরা বন্ধের ব্যবস’া নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করব। তিনি সম্মতি দিলে পরীক্ষামূলকভাবে এটি দেখব।’

মন্ত্রী আরও বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকায় আমরা জঙ্গিবাদ দমন করতে পেরেছি। সবাই চেষ্টা করলে মাদকও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা আর কোন ‘ঐশী’ দেখতে চাই না। আমরা সন্তানদের এ ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকের মূল জায়গায় আঘাত করতে চাই।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তবের আগে র্যাবের ডিজি বেনজীর আহমদ সীমান্ত ঘেঁষে নাফ নদীর এক কিলোমিটার জুড়ে ‘নো ফিশিং জোন‘ ঘোষণা করার প্রস্তাব দেন।

এসময় তিনি বলেন, ‘মাছ ধরতে গিয়ে ইয়াবা আনছে। এজন্য আমাদের ট্রলারগুলোকে বিশেষ রং এবং জেলেদের কোনো আইডি কার্ড দেওয়া যায় কিনা তা চিন্তা করতে হবে। ৬ মাসের জন্য নাফ নদীর এক কিলেমিটার জুড়ে নো ফিশিং জোন করে দেখতে পারি।’

পাঠকের মতামত

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...