ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৭/২০২৩ ৯:১৪ এএম

২০২১-২২ মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব নিসের কোচ ছিলেন পিএসজির বর্তমান কোচ ক্রিস্তোফ গালতিয়ের। নিসের কোচ থাকাকালীন গালতিয়েরের বিরুদ্ধে বর্ণবৈষম্য ও ইসলামবিদ্বেষের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার এ বিষয়ে তদন্তের জন্য তাকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে।

গালতিয়েরের পালক পুত্র জন ভ্যালোভিচ গালতিয়েরকেও হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ উঠলেও সেটি এখনো প্রমাণিত হয়নি। তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন কিংবা ছেড়ে দেওয়ার বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি সিদ্ধান্তে আসতে হবে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে।

গালতিয়েরের বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলেছিলেন সাংবাদিক রোমেইন মলিনা। পরে আরএমসি স্পোর্তের অনুষ্ঠান আফতার ফুতে একটি ই-মেইল ফাঁস করেন দানিয়েল রাইওলি। ই-মেইলটি পাঠিয়েছিলেন নিসের সাবেক ক্রীড়া পরিচালক হুলিয়েন ফরনিয়ে।

মেইলে গালতিয়েরের মুসলিম ও বর্ণবিদ্বেষের চিত্র উঠে আসে। গালতিয়েরের ছেলে জানিয়েছিলেন, নিসের সেই দলটি গালতিয়েরের সঙ্গে যায় না। কারণ হিসেবে তিনি বলেছেন, দলে কৃষ্ণাঙ্গ আছে এবং অর্ধেক খেলোয়াড়ই শুক্রবার দুপরে মসজিদে যায়। দল থেকে মুসলিম খেলোয়াড় কমাতেও নাকি বলেছিলেন গালতিয়ের।

পাঠকের মতামত

মিয়ানমারের নাগরিকদের ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ বাতিল করছে যুক্তরাষ্ট্র

টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) কর্মসূচির আওতায় মিয়ানমারের নাগরিকদের জন্য চলমান ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ (টিপিএস) বাতিলের ...

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেনকে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তির কাঠামোতে সম্মত না হলে কিয়েভকে গোয়েন্দা তথ্য ...

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাবে, ...