উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ৯:৩২ এএম

সরকার পতনের পর ছাত্র-জনতার উল্লাস
আজ ৫ আগস্ট, এক বছর আগে এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন আসে। এদিন ছাত্রজনতার গণবিপ্লবের দিন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বছর ঘুরে ফিরে এসেছে সেই গণজাগরণের দিন, যেটি নতুন সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে চিহ্নিত করেছে।

এই উপলক্ষে আজ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ দিবসটির গুরুত্ব তুলে ধরে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

গত বছরের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকেই এই অভ্যুত্থানের সূত্রপাত।

“কোটা না, মেধা চাই” এই দাবির পক্ষে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয়।

এরপর রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলন আরও বিস্তৃত হয় এবং তা দ্রুতই সরকার বিরোধী এক দফার আন্দোলনে রূপ নেয়।

৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে সরকার পতনের ১ দাবি জানানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে তখন জানানো হয়, তারা সাধারণ মানুষের বিরুদ্ধে অস্ত্র চালাতে প্রস্তুত নয়।

৪ আগস্টে দেশজুড়ে অসহযোগ আন্দোলন আরও জোরদার হয়। রাজধানীমুখী কর্মসূচি ‘মার্চ টু ঢাকা’ ঘোষণা করা হয় ৬ আগস্টের জন্য, যা পরে এগিয়ে এনে ৫ আগস্ট নির্ধারণ করা হয়।

সেই দিন সকাল থেকেই রাজধানীর চারপাশে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। গণপরিবহন বন্ধ এবং কারফিউ জারির মধ্যেও ঢাকার পথে নামে লাখ লাখ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা জনসমুদ্রে পরিণত হয়।

একপর্যায়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো খবর দেয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এরপর দুপুর গড়াতে না গড়াতেই সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েন, উদযাপন শুরু হয় রাজধানীজুড়ে। সেনাপ্রধানের ভাষণের আগেই জনতার বিজয়ের অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে।

এই দিনটি তাই শুধু একটি রাজনৈতিক পরিবর্তনের দিন নয়—এটি ছাত্র-জনতার ঐক্য, দৃঢ়তা ও সাহসের প্রতীক হিসেবেও গণমানুষের স্মৃতিতে গেঁথে গেছে।

পাঠকের মতামত

আসন ধরে নেতাদের সঙ্গে বসছে বিএনপি

সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছে বিএনপি। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য ...

জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক ৩০ সেপ্টেম্বর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক ...

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...