প্রকাশিত: ২০/১১/২০১৭ ১:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫১ এএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমারের নাইপিদোতে দু’দিনব্যাপি এশিয়া-ইউরোপের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৩তম আসেম সম্মেলন শুরু হয়েছে। বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য দিয়েছেন মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সুচি।

এর আগে সাইড লাইনে সু চির সাথে কথা বলেছেন ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মঘেরিনি। রোহিঙ্গা সংকট সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি।

রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অবশ্যই সমঝোতা চুক্তি প্রয়োজন বলেও জানান ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। আর এ প্রক্রিয়ায় ইইউ সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এবারের সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীসহ এশিয়া ও ইউরোপের ৫১টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনে নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং দুই মহাদেশের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...