প্রকাশিত: ০১/০৩/২০১৭ ৪:৪৮ পিএম

বিনোদন ডেস্ক:
জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ছবির মিউজিক্যাল ট্রেলারটি ইউটিউবে মুক্তি পাচ্ছে বলে পরিচালক সূত্রে থেকে জানা গেছে। ১ মার্চ, বুধবার রাত ৮টায় ইউটিউবে মুক্তি দেয়া হবে ছবির প্রথম মিউজিক্যাল ট্রেলার। আইরিন সুলতান প্রযোজিত এ ওয়ান ফিল্ম পরিবেশিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ছবিটি ইতিমধ্যে সেন্সর বোর্ডে অনুমতি পেয়েছে, এখন মুক্তির অপেক্ষায়।

পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ‘ত্রিভুজ প্রেম নির্ভর ছবির নামের মধ্যে যেমন মজা রয়েছে ঠিক তেমনই ছবিটির কাহিনী মধ্যেও অনেক মজার এবং কমেডি রয়েছে। এ ছাড়াও রয়েছে আইটেম গানও। প্রতি সিকোয়েন্সে থাকছে আলাদা আলাদা মজা আছে। আর এই মজা পেতে হলে এবং এই ত্রিভুজ প্রেমের কাহিনী জানতে অপেক্ষা করতে হবে ২৮ এপ্রিল পর্যন্ত।’

ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন জেফ ও রোদেলা তিথী। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রীতি, সাইফ খান, কাবিলা, সিরাজ হায়দার, রেবেকা, জ্যাকি, বাদল, ববি, মিথিলা, ডলার, নিলাঞ্জনা, সুজন বৈদ্য, সোহেল রশিদ, জুই সিনহা সহ আরো অনেকে।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...