প্রকাশিত: ১৫/০২/২০১৮ ৯:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৪ এএম

এস,এম,জুয়েল ,আলীকদম::
বান্দরবানের আলীকদম উপজেলার ০২নং চৈক্ষ্যং ইউনিয়নের কাসেম মেম্বার পাড়ায় আগুনলেগে ১টি কলঘর,১টি ব্যটারী চালিত টমটম ও ৬টি দোকান পুড়েছাই, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০মিনিটের সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, আগুনে ৩০লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভুগি ব্যক্তিদের দাবি। স্থানিয়রা যানাযায় বৈদ্যুতিক লাইন থেকে এই আগুনের সূত্রপাত হয়। স্থানিয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে না পারায় লামা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, ফায়ার সার্ভিস আসতে দেরি করার কারনে সব কিছু পুড়েছাই হয়।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...