প্রকাশিত: ১০/১০/২০১৭ ৮:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্তের নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে নিখোঁজ আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিয়ে এখন পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশমুখী নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছেন বাংলাদেশি উদ্ধারকারীরা।

সোমবার (০৯ অক্টোবর) রাত দশটার পর থেকে ওই ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনউদ্দিন। তিনি বাংলানিউজকে জানান, জোয়ারে মরদেহগুলো তীরের দিকে ভেসে আসার পর উদ্ধার করা হয়।

রোববার (০৮ অক্টোবর) রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় উত্তাল সাগরে প্রবল ঢেউয়ের ধাক্কায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকেই কোস্টগার্ড ও বিজিবি এবং স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার সময় সাগরে ভাটা থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক জানান, রাতে ৬০ জনের মতো রোহিঙ্গা বাংলাদেশি নৌকায় করে নাইক্ষ্যং দ্বীপ থেকে শাহপরীর দ্বীপে আসছিলেন। কিন্তু প্রবল ঢেউয়ে নদীর গোলারচরের ডুবোচরে নৌকাটি আটকে যায়। তখন প্রবল ঝড়ো হাওয়ায় নৌকাটি উল্টে গেলে সবাইকে ভাসিয়ে নিয়ে যায়।

সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত জালিয়াপাড়ায় নদী থেকে তিন মেয়ে শিশু, দুই ছেলে শিশু, ৬০ বছরের এক নারী এবং ১০ বছর বয়সী এক কিশোরসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরও ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে গোলারচর এলাকা থেকে। এর মধ্যে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি রয়েছেন, আর বাকি চারজন ছেলে শিশু।

তিনি বলেন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনপ্রতিনিধি ও স্থানীয়দের মাধ্যমে সকাল পর্যন্ত উদ্ধার হওয়া ১২ জনের মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে পাঁচ শিশুকে জালিয়াপাড়া পুরাতন মসজিদ কবরস্থানে দাফন করা হয়।

টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ডালিম জানান, অন্য ৭ জনকে শাহপরীর দ্বীপ এলাকায় দাফন করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, এখন পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছেন ১২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু।

এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন দাবি করেছেন উদ্ধার হওয়া নৌকার যাত্রীরা।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর টেকনাফের উখিয়ার ইনানী সৈকতের কাছে সাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটে।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস চালু

কক্সবাজারের উখিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...