প্রকাশিত: ০৩/১০/২০২১ ৯:৩৯ এএম

সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের করোনাভাইরাসের আরটি-পিসিআর টেস্ট ফির এক হাজার ৬০০ টাকা পরিশোধ করবে সরকার

সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের করোনাভাইরাসের আরটি-পিসিআর টেস্ট ফির এক হাজার ৬০০ টাকা পরিশোধ করবে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী বলেন, “প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকার তাদের কল্যাণ নিশ্চিতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট ফি ১৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...