সিলেট নগরের সোবহানীঘাট এলাকার মেহেরপুর আবাসিক হোটেল থেকে এক তরুণ ও তরুণীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার আব্দুল ওয়াদুদকে আটক করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুরের স্কুল শিক্ষিকা রুমি পাল (২২) ও জগন্নাপুরের মিন্টু দেব (২৮)।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষের তালা ভেঙে ঝুলন্ত অবস্থায় মিন্টু দেব আর বিছানার ওপর থেকে রুমি পালের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রবিবার দুপুর ১২টার দিকে রুমি পাল ও মিন্টু দাস স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। ওই সময়ে হোটেলের দায়িত্বে ছিলেন ম্যানেজার আব্দুল ওয়াদুদ। তিনি তাদের কাছ থেকে কোনও ধরনের পরিচয়পত্র না রেখে হোটেলের কক্ষটি ভাড়া দেন।
পাঠকের মতামত