প্রকাশিত: ১১/০১/২০২২ ১:৫৪ পিএম

ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরান। এটি হবে পঞ্চম দফা আলোচনা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, শিগগিরই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হবে। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা চলবে বলে জানান তিনি। খবর পার্সটুডের।

ভিয়েনায় সৌদি প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে খাতিবজাদে বলেন, ভিয়েনায় সৌদি প্রতিনিধিদল মাঝেমধ্যেই সফর করে থাকেন। এর আগেও তারা ভিয়েনায় গেছেন।

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর প্রসঙ্গে তিনি বলেন, আফগান প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আর্থিক ও ব্যাংকিং লেনদেন এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়সহ নানা ইস্যুতে মতবিনিময় হয়েছে।

ইরান আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার চায় বলে তিনি জানান। খাতিবজাদে বলেন, আফগান পরিস্থিতির বিষয়ে তেহরান সব সময় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এরই আলোকে তালেবান সরকারের প্রতিনিধিদল তেহরান সফর করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...