আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব-পাকিস্তান
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দেশ দুইটির কোনো একটির বিরুদ্ধে ...
তুরস্ক সংবাদদাতা,
৪র্থ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৮০ দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেজ আব্দুল আখের।
শুক্রবার (১৭ই জুন) তুরস্কের ইস্তামবুলের সুলতান ফতেহ মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
প্রতিযোগিতায় তুরস্কের সম্মানিত প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদুগানের প্রধান ধর্মীয় উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডঃ মেহমুদ গরমিজ ও ইস্তামবুলের মেয়র কাদির টোপবাসসহ আন্তর্জাতিক বহু ধর্মীয় গবেষকগন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে কোরআনের পাখি আব্দুল আখের এর হাতে কৃতিত্বের সনদ, পুরস্কার তুলে দেন তুরস্কের সম্মানিত প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোগান। সিবিএন:
পাঠকের মতামত