ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০১/২০২৫ ৬:৪২ পিএম

পটুয়াখালীতে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিস চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। গতকাল শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ নিয়ন্ত্রণকক্ষে গতকাল রাতে ৭০ জন ব্যক্তি জিনিসপত্র খোয়ানোর অভিযোগ করেন। এ ছাড়া মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আজ রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানায় অন্তত ৬২টি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

মাহফিলে উপস্থিত থাকা মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাতে শহীদ মিনার প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। মাহফিলে লাখো মানুষের সমাগম ঘটে। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত চলে মাহফিল। শেষ সময়ে স্বর্ণালংকার, মুঠোফোন ও মূল্যবান জিনিস চুরির হিড়িক পড়ে। চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন চার যুবক। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।

মাহফিলের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল প্রথম আলোকে বলেন, শনিবার রাতে মাহফিলে আসা অনেক মানুষ প্রয়োজনীয় জিনিস হারানোর ঘটনায় পুলিশ নিয়ন্ত্রণকক্ষে অভিযোগ করেন। তাঁদের নামের তালিকা থানায় জমা দেওয়া হয়েছে।

সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শিহাব জানান, পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ৭০ জন মালামাল খোয়ানোর অভিযোগ করেন। এ ছাড়া আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৬২টি জিডি ও একটি লিখিত অভিযোগ জমা পড়েছে।

এদিকে মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীর বিভিন্ন এলাকায়ও চুরির খবর পাওয়া যাচ্ছে। চুরির ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষতিগ্রস্ত কেউ কেউ তীব্র প্রতিক্রিয়া জানান।

পটুয়াখালী শহরের হেতায়িলা বাঁধঘাট এলাকার মো. মামুন কাজী (২৫) থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গতকাল বসতঘরে তালা দিয়ে পরিবার নিয়ে তিনি মাহফিলে আসেন। মাহফিল শেষে বাসায় ফিরে দেখেন, বসতঘরের দরজা ভেঙে সাড়ে ছয় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৭২ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।

বোতলবুনিয়া গ্রামের আরেক ভুক্তভোগী আবদুল মালেক সিকদার (৪৬) অভিযোগে বলেন, তাঁর বসতঘরের দরজা ভেঙে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রাতে মাহফিল থেকে মলম পার্টির চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অনেকে থানায় এসে জিডি করা অব্যাহত রেখেছেন। এ পর্যন্ত ৬২টি জিডি লিপিবদ্ধ হয়েছে

পাঠকের মতামত

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সম্প্রতি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশ-বিদেশ, দৈনন্দিন, আপন কণ্ঠ, দৈনিক কক্সবাজার-৭১, অনলাইন নিউজ পোর্টাল ...

শিশুদের সৃজনশীলতা বাড়াবে ‘এনগেজ টুলকিট’: ব্র্যাক আইইডি

প্রচলিত শিক্ষায় শিক্ষকেরা একাডেমিক কারিকুলামকে প্রাধান্য দিয়ে ও নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। ...

কোটবাজার দোকান-মালিক সমিতির নবনির্বাচিতদের শপথ ও দায়িত্বভার গ্রহণ

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ, দায়িত্বভার ...

‘ইয়াবাকান্ডে’ কক্সবাজারে অধিনায়কসহ ৩ শতাধিক র‍্যাব সদস্যকে গণবদলি

ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেংকারির অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) কক্সবাজার ...

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্যসহায়তা ডব্লিউএফপির

 রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের বিশ্ব ...

উখিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি-প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি ...