প্রকাশিত: ১৬/১১/২০১৯ ৮:২৪ পিএম

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তের নির্দেশ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

শুক্রবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হাওটে বলেন, ‘আইসিসির দ্বারা মিয়ানমারে তদন্তের নির্দেশ আন্তর্জাতিক আইন অনুসারে নয়।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের নিজস্ব কমিটিগুলো যেকোনো অবমাননার তদন্ত করবে এবং প্রয়োজনে জবাবদিহিতা নিশ্চিত করবে।’

এর আগে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতনের বিরুদ্ধে তদন্ত শুরুর অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি অনুসারে আইসিসির এখতিয়ারের মধ্যে অভিযুক্ত অপরাধের জন্য তদন্তের জন্য এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এ তদন্ত বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতিতে গণ্য হবে। আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার তৃতীয় বিচারক ওলগা হেরেরা কার্বুকিয়া, প্রিসাইডিং, বিচারক রবার্ট ফ্রেমর এবং বিচারক জেফ্রি হেন্ডারসন সমন্বিত বেঞ্চ এ নির্দেশ দেন।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...