উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৭/২০২৩ ২:৩২ পিএম

ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন শহর ও নগর থেকে ৭৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে বসবাস করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

কিন্তু সহিংসতা থেকে বাঁচতে ভারতের আশ্রয় নেওয়া ওই সব রোহিঙ্গাদের কেউ কেউ প্রায় ১০ বছর ধরে সেখানে বসবাস করছেন। তাদের একটা অংশ সেখানে ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কারের মতো কাজ করে থাকেন বলে দাবি করেছে একটি মানবাধিকার সংগঠন।
সোমবার (২৪ জুলাই) সংশ্লিষ্ট পুলিশ জানায়, উত্তর প্রদেশের ছয়টি শহর ও নগর থেকে এসব রোহিঙ্গা মুসলমানদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের ১০ জন কিশোর-কিশোরী।

দিল্লিভিত্তিক রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের পরিচালক সাবার কিয়াউ মিন বলেন, এসব রোহিঙ্গাদের অবৈধ বলা অন্যায়। তাদের অনেকে ১০ বছর বা তারও বেশি সময় ধরে ভারতে বসবাস করছেন। তারা পরিশ্রম করে জীবন চালান। তাদের অনেকে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেন।

রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের তথ্যমতে, গত বছরের শুরু পর্যন্ত ভারতে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা বসবাস করে।

ভারত জাতিসংঘের ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে সই করেনি। তাই দেশটি শরণার্থীপ্রত্যাশীদের আশ্রয় দিতে বাধ্য নয়।

কিন্তু ওই কনভেনশনে সই না করেও বিশ্বের অনেক দেশ নিজস্ব আইনে শরণার্থীপ্রত্যাশীদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা রাখে। ভারতে তাও নেই।

বাংলাদেশও জাতিসংঘের ওই কনভেনশনে সই করেনি। তারপরও বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীপ্রত্যাশীকে আশ্রয় দিয়েছে।

সূত্র : রয়টার্স

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...