শাহেদ মিজান::
অবশেষ ভেন্টিলেটর পাচ্ছে কক্সবাজারের জনগুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল কক্সবাজার সদর হাসপাতাল। ভ্যান্টিলিটার সুবিধাসহ ৩৫ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যার অত্যাধুনিক আইসিও, সিসিও নির্মাণ করা। এই ভেন্টিলেটর সমৃদ্ধ আইসিও, সিসিও নির্মাণে অর্থ সহায়তা দিচ্ছে ইউএনএইচসিআর। আগামী ২০দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনএইচসিআর’র পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, করোনা সংক্রমণের কারণে কক্সবাজারের প্রধান সরকারি হাসপাতাল হিসেবে সদর হাসপাতালে ভেন্টিলেটর স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এটি থাকবে ১০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক আইসিও, সিসিও। এতে অর্থয়ান করছে ইউএনএইচসিআর।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহিউদ্দীন জানান, সদর হাসপাতালের পুরাতন মেডিকেল কলেজ ভবনের পঞ্চম তলায় নির্মিত হচ্ছে ভেন্টিল্টের সমৃদ্ধ আইসিও, সিসিও। ইতোমধ্যে কার্যপ্রক্রিয়া শুরু হয়েছে। পূর্নাঙ্গভাবে তৈরি হতে আরো ২০দিন লাগবে।
ইউএনএইচসিআর সূত্র জানিয়েছে, ভেন্টিল্টের সমৃদ্ধ আইসিও, সিসিও ইউএনএইচসিআর কাজ শুরু করেছে। অত্যাধুনিক এইচডিও ফরমেটের যন্ত্রপাতি দিয়ে এই ভেন্টিল্টের সমৃদ্ধ আইসিও, সিসিও নির্মাণ করা হবে।
পাঠকের মতামত